আইএফআইসি ব্যাংকের ১২% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ । এর পুরোটাই বোনাস।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

বিদায়ী বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিটেডেট ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৯ পয়সা। আর এককভাবে  এনএভি হয়েছে ১৭ টাকা ১৮ পয়সা।

আগামী ২৪ জুন ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে।

আরএম/