জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে আইএফআইসি ব্যাংক-এর প্রধান কার্যালয়ে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান এই মুজিব কর্নারের উদ্বোধন করেন।
জানা গেছে, মুজিব বর্ষ জুড়ে বঙ্গবন্ধুর প্রতিশ্রদ্ধাঞ্জলি জানাতে নানা কার্যক্রম হাতে নিয়ে নিয়েছে আইএফআইসি ব্যাংক। এরই অংশ হিসেবে ৬১ পুরানা পল্টন, ঢাকায় অবস্থিত আইএফআইসি টাওয়ারের প্রধান কার্যালয়ে ‘মুজিব কর্নার’ স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ রাবেয়া জামালী, জালাল আহমেদ, কামরুন্নাহার আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজকের বাজার/এ.এ