সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপে যোগ দেয়ায় ওয়াশিংটনের প্রসিকিউটররা এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেছে।
বুধবার বিচার বিভাগের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর এএফপি’র।
অভিযোগপত্রে বলা হয়, লিরিম সাইলাজমানি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে আইএস’কে সহযোগিতা করার ষড়যন্ত্র এবং তাদেরকে সরঞ্জামাদি সরবরাহ করে। আইএস’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করেছে যুক্তরাষ্ট্র।
বিচার বিভাগ আরো বলেছে, তিনি স্ব-ঘোষিত খেলাফত থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
কসোভোতে জন্মগ্রহণ করা সাইলাজমানি ব্যাপারে দেয়া ওই বিবৃতিতে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি শেরউইন বলেন, ‘এ বিবাদী একজন মার্কিন নাগরিক। তিনি দেশ ত্যাগ করে সিরিয়ায় গিয়ে আইএসআইএসে যোগ
দেন। তার কর্মকান্ডের জন্য আমেরিকান আদালত কক্ষে তাকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হবে।
বিবৃতিতে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সাইলাজমানিকে আটক করে।