ইরাকের সামরিক বাহিনী মঙ্গলবার কিরকুক প্রদেশে অভিযানের সময় আইএস নেতা আবু বকর আল-বাগদাদির উপ-প্রধান আবু খালদুন নামে একজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।
ইরাকি "সিকিউরিটি মিডিয়া সেল" তাদের টুইটারের মাধ্যমে গ্রেপ্তারকৃত আটক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তারা বলেছে যে উগ্রপন্থী নেতাকে একটি মিথ্যা পরিচয় পত্র দিয়ে ধরা হয়েছিল।
“কিরকুক প্রদেশের হাওিজা পুলিশ বাহিনীর একটি ইউনিট মার্চ ১ এলাকার একটি অ্যাপার্টমেন্টের ভিতরে‘ আবু খালদুন ’নামে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
আবু খালদুন শালান ওবেদ নামে একটি মিথ্যা পরিচয়পত্র বহন করছিলেন। এই অপরাধী আল-বাগদাদির অধীনে একজন ডেপুটি হিসাবে কাজ করতেন এবং এর আগে সালাহ আল-দীন প্রদেশের তথাকথিত সামরিক রাজপুত্র ছিলেন, "বিবৃতিতে বলা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান