আইএসের মতো বর্মি সেনারাও উপাসনালয় ধ্বংস করছে

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক নির্যাতনের পাশাপাশি সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৯টি মাদরাসা ও মসজিদ। এসব মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের মধ্যে তিনশ বছরের একটি প্রাচীন মসজিদও রয়েছে। এমন অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ও লেখক সিজে ওয়েরলেম্যান।

১৬ সেপ্টেম্বর শনিবার নিজের করা এক টুইট ও ফেসবুক পেজে এসব ধ্বংসজজ্ঞের ভিডিও আপলোড করেছেন তিনি। একইসঙ্গে মায়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ডকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন এই সাংবাদিক। আইএস যেমন করে প্রাচীন ধর্মীয় স্থাপনা ধ্বংস করছে, মায়ানমারের সেনাবাহিনীও একই কাজ করছে বলে তার দাবি।

সিজে ওয়েরলেম্যান টুইটে লিখেছেন, “ঐতিহাসিক ধর্মীয় নিদর্শন ধ্বংস করার কারণে বিশ্ব আইএস এর নিন্দা করে থাকে। আজ মায়ানমারের সেনাবাহিনী সপ্তদশ শতাব্দীর এ মসজিদ ধ্বংস করে দিয়েছে।”

তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, “বার্মার সেনাবাহিনী পিন ডিন গ্রামে একটি মসজিদসহ ১৫শ রোহিঙ্গা মুসলিমের বাড়ি পুড়িয়ে দিয়েছে।”

সিজে ওয়েরলেম্যান একজন নিরীশ্বরবাদী লেখক, তবে তিনি রিচার্ড ডকিন্স ও স্যাম হারিসের মতো নব্য নিরীশ্বরবাদীদের সমালোচনা করে থাকেন। ১৯৭৩ সালে সিডনিতে জন্মগ্রহণকারী ওয়েরলেম্যান ২০০৩ সালে ইন্দোনেশিয়ায় পাড়ি জমান। ২০০৫ সালে বালির জিমবারান বিচে জোড়া আত্মঘাতী বোমা হামলা প্রত্যক্ষ করেন। আর এ অভিজ্ঞতার পর ধর্মীয় পশ্চাদপদতা ও কট্টরপন্থা নিয়ে পড়াশোনার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তিনি। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

সিজে ওয়েরলেম্যান সাংবাদিকতার পাশাপাশি কলাম লেখক, মার্কিন রাজনীতি ও সমাজ বিশ্লেষক হিসিবে পরিচিত। এসব বিষয়ে তার ৫টি বই রয়েছে। বইগুলো হলো- গড হেইটস ইউ-হেইট হিম ব্যাক, ক্রুসিফাইয়িং আমেরিকা-দ্য আনহো, এথিস্টস ক্যান’ট বি রিপাবলিক, জিসুস লাইড: হি ওয়াজ অনলি হাম, কোরআন কিউরিয়াস-এ গাইড ফর।

এছাড়া দ্য কন্ট্রিবিউটর, স্যালন এবং মিডল ইস্ট আই, দ্য ব্যাংকক পোস্ট এবং অলটারনেটে তার লেখা ১০০টিরও বেশি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭