জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস’র সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী। এক টিভি ভাষণে আল-আবাদী রোববার ১০ ডিসেম্বর দেশটিতে সরকারি ছুটির দিন ঘোষণা করে সেদিন একটি বিজয় মিছিলের ঘোষণা দিয়েছেন।
২০১৪ সালে যে রক্তাক্ত লড়াইয়ের শুরু অবশেষে তার অবসান ঘটেছে। দীর্ঘ চার বছর রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসলামিক জঙ্গী গোষ্ঠী আইএসের কবল থেকে নিজেদের ভূমি পুনর্দখল করেছে ইরাকি সেনারা। সব এলাকা নিজের নিয়ন্ত্রণে আসার পরই আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে ইরাক।
ইরাকের এই যুদ্ধজয়ের ঘোষণার মাত্র দুদিন আগে রাশিয়ার সৈন্যরা সিরিয়ায় আইএসকে সম্পূর্ণ পরাজিত করার কথা জানিয়ে বলেছে, সিরিয়ায় তাদের অভিযান শেষ হয়েছে।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিরাট অঞ্চল দখল করে সেই অঞ্চলে ‘খেলাফত’ প্রতিষ্ঠা করার দাবি করে ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী আইএস।
তবে গত দুবছরে ধারাবাহিকভাবে অনেকগুলো পরাজয় বরণ করেছে এই গোষ্ঠী।
বিবিসি’র আরব অ্যাফেয়ার্স এডিটর সেবাশ্চিয়ান আশার মনে করছেন, ইসলামিক স্টেটের সঙ্গে সরাসরি লড়াইয়ের সমাপ্তি হলেও মতাদর্শের লড়াই সহজে শেষ হবে না।
আইএসের বিরুদ্ধে যুদ্ধ সমাপ্ত হলেও, নিজেদের উপস্থিতি জানান দেয়ার জন্য, এখনো ছোটোখাটো মাত্রায় বিচ্ছিন্নভাবে আইএস যে বিভিন্ন সময়ে হামলা চালাতে পারে সেই আশঙ্কার কথাও তিনি উড়িয়ে দিচ্ছেন না।
ওদিকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী বাগদাদে বলেছেন, এই বিজয়কে সুদৃঢ় করা প্রয়োজন। আর এজন্য মুক্ত করা অঞ্চলকে স্থিতিশীল রাখতে হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এবং চাকরির সুযোগ তৈরি করতে হবে। এইসবের মধ্য দিয়ে প্রকৃত ও সত্যিকারের জাতীয় সমন্বয় সাধন করতে হবে।
ইসলামিক স্টেট যেন নতুনভাবে আবারো মাথা চাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন আবাদী।
যুদ্ধের এই সমাপ্তিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, আইএসের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলবে।
আইএস-ইরাক যুদ্ধ নিয়ে কিছু তথ্য:
- জানুয়ারি ২০১৪: আইএস সৈন্যদের ফালুজা ও রামাদি দখল
- জুন ২০১৪: ছয়দিন যদ্ধের পর মসুল দখল করে আইএস
- ২৯ জুন ২০১৪: আবু বকর আল-বাগদাদিকে খলিফা করে নিজেদের নাম ইসলামিক স্টেট ঘোষণা করে আইএস
- আগস্ট ২০১৪: সিঞ্জর দখল। প্রায় ২ লক্ষ মানুষ সিঞ্জর পর্বতমালার দিকে আত্মগোপন করে। যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণ শুরু।
- মার্চ ২০১৫: ইরাকি সৈন্য ও তাদের শিয়া মিত্রবাহিনীর তিক্রিত পুনরুদ্ধার
- ডিসেম্বর ২০১৫: রামাদি পুনরুদ্ধার
- জুন ২০১৬: ফালুজা পুনরুদ্ধার
- অক্টোবর ২০১৬: ইরাকি সৈন্য, শিয়া মিলিশিয়া, কুর্দিশ সেনা ও আন্তর্জাতিক মিত্রবাহিনীর মসুল অবরোধ
- জুলাই ২০১৭: মসুল পুনরুদ্ধার
- ডিসেম্বর ২০১৭: আইএস’এর বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর
সূত্র: বিবিসি
আজকের বাজার: এসএস/ আরআর/ ১০ ডিসেম্বর ২০১৭