কথিত ইসলামিক স্টেট-আইএসের এক নারী সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। ওই জঙ্গিগোষ্ঠীকে অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে মরোক্ক বংশদ্ভূত এই জার্মান নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালতের মুখপাত্র আবদেল সেত্তার বলেন, সন্ত্রাসী সংগঠনটিকে রসদ সরবরাহ এবং অপরাধ সংঘটনে সহযোগিতার দায়ে তাকে এই দণ্ড দেয়া হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী আইএসে যোগ দিতে দুই কন্যাসহ সিরিয়ার উদ্দেশে জার্মানি ত্যাগ করার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তিনি ইরাকে আসেন এবং সংগঠনটির এক সদস্যকে বিয়ে করেন।
এর আগে ২০১৭ সালে একই আদালত আইএসের হয়ে যুদ্ধ করায় এক রুশ নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছিল। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে তাকে আটক করা হয়েছিল।
গত ২০১৭ সালের জুলাই মাসে মসুল থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করে ইরাকি বাহিনী। এর মধ্যদিয়ে ওই শহরে আইএসের তিন বছরের নিয়ন্ত্রণের সমাপ্তি ঘটে।
জার্মানির বিচার বিভাগ জানিয়েছিল, একই মাসে আইএসের সদস্য সন্দেহে মসুলে এক জার্মান কিশোরীকে গ্রেফতার করা হয়।
জার্মান দৈনিক দার স্পিগেল জানায়, ওই কিশোরীকে আরও তিন নারীর সঙ্গে বাগদাদে আটক রাখা হয়েছে। তাদের একজন মরোক্ক বংশদ্ভূত।
ইরাকে গ্রেফতার আইএস সদস্যদের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে পুলিশ চিফ অব জেনারেল ওয়াসিক আল-হামদানি বলেছেন, মসুল এবং এর আশপাশের এলাকা থেকে চার হাজার জঙ্গিকে গ্রেফতার করা হয়।
আজকের বাজার: সালি / ২১ জানুয়ারি ২০১৮