পূর্ণিমা। ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা চলচ্চিত্র থেকে বিরতি নিলেও নতুন নতুন চমক নিয়ে নিয়মিত দর্শকদের সামনে হাজির হচ্ছেন। এবার পূর্ণিমাকে করা হলো ‘আইকন লেডি’।
জানা গেছে, নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘কনসার্ট ফর উইমেন’। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে পূর্ণিমাকে।
জানা গেছে, কনসার্টে শুধু নারীরাই অংশ নিতে পারবেন। সংগীত পরিবেশন করবে এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার ও বন্দনা। রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবটি সকল স্তরের নারীদের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের শুরুতেই দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ‘আইকন লেডি’ হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পূর্ণিমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ। সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর পরিচালক প্রীতি চক্রবর্তী।
আজকেরবাজার/এমকে