আইচ মোল্লার সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ

মিডল-অর্ডার ব্যাটসম্যান আইচ মোল্লার সেঞ্চুরিতে দুই ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের যুবারা ১২১ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তানকে। ফলে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৬ রানে ও ৩ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ। চার নম্বরে নেমে যুব ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন ডান-হাতি ব্যাটসম্যান মোল্লা।

বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারে বাউন্ডারি দিয়ে সেঞ্চুরির স্বাদ নেন মোল্লা। এজন্য ১২৪ বল খেলেন তিনি। ৪৯তম ওভারে আউট হবার আগে ১৩০ বল খেলে ১০৮ রান করেন মোল্লা। তার ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কা ছিলো।

মোল্লার ব্যাটিং দৃঢ়তায় ৫০ ওভারে ৬ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মোল্লার পর দলের পক্ষে সাত নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুন অপরাজিত ৩২ ও ওপেনার মফিজুল ইসলাম ২৭ রান করেন।

২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। ব্যাট হাতে লড়াই করতে পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। ৩৯ দশমিক ৪ ওভারে ১০১ রানে অলআউট হয় তারা। আফগানদের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন উইকেটরক্ষক বিলাল সাইদি।

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাইমুর রহমান ১৭ রানে ৫ উইকেট নেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের মোল্লা। একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান