ডিজিটাল অবকাঠামো তৈরিতে বাংলাদেশ ভারতের কাছে জ্ঞান ও অভিজ্ঞতার সহায়তা চেয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতের বিদ্যুৎ ও আইটি মন্ত্রী রবি শংকর প্রসাদ লোকসভায় লিখিত প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। ভারতীয় গণমাধ্যম দ্যা ইকোনমিক টাইমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
রবি শংকর প্রসাদ বলেন, শুধু বাংলাদেশ নয় আইটি খাতের অবকাঠামো উন্নয়নে শ্রীলংকাও ভারতে সহায়তা চেয়েছে।
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরক্কো, মরিশাস ডিজিটাল আইডেনটিটি ও ডিজিটাল লকার সিস্টেমের মতো ডিজিটাল অবকাঠামোগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সহায়তা চায় ভারতে কাছে।’
উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর এ পর্যন্ত ১৬৫ টি দেশে আইটি খাতের পেশাজীবিকে ভারত প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন ওইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট এর অধীনে তাদেরকে এসব সহায়তা করা হয়েছে বলেও জানান তিনি।
একেএ/এমআর