আইটি সপ্তাহে যোগ দিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঢাকা ত্যাগ

জাপান আইটি উইক – ২০১৮এ যোগ দিতে আজ জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ।

জাপানের রাজধানী টোকিওতে দু’দিনব্যাপী এই আইটি সপ্তাহ আগামীকাল শুরু হবে।

মন্ত্রী আইটি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সভা, সেমিনারে যোগ দেবেন এবং আইটি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।খবর: বাসস।

আগামী ১২ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরজেড/