আইডিএলসির নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ। এই মুনাফা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির এসএমই ঋণ মূল নিয়ামক হিসেবে কাজ করেছে। সেই সঙ্গে সহযোগী ২ প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে।

১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে পল্টন কার্যালয়ে আইডিএলসির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান।

মূল প্রবন্ধে আরিফ খান উল্লেখ করেন, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৮০ কোটি ৯০ লাখ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ১৩৪ কোটি ৩০ লাখ টাকা।

আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির এসএমই ঋণ বেড়েছে ২০ শতাংশ। এখন পর্যন্ত এসএমই ঋণ রয়েছে ৩ হাজার ১৩১ কোটি টাকা। যা প্রতিষ্ঠানটির মোট ঋণের ৪৬ শতাংশ। একই সময়ে কোম্পানির কনজ্যুমার ঋণের পরিমাণ ১১ শতাংশ বেড়ে ২ হাজার ৩৮০ কোটি টাকা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরিফ খান বলেন, এ সময়ে আইডিএলসির ইনভেস্টমেন্ট ইনকাম বেড়েছে ১৫৫ শতাংশ। এছাড়া কাস্টমার অ্যাসেট ১৬ শতাংশ, কাস্টমার ডিপোজিট ২৬ শতাংশ, নেট ইন্টারেস্ট ইনকাম ৯ শতাংশ, অপারেটিং ইনকাম ২৯ শতাংশ এবং অপারেটিং মুনাফা ৩৪ শতাংশ বেড়েছে।

তিনি আরও বলেন, লোন ডিপোজিট স্প্রেড রেট দিন দিন কমে আসছে; সেই সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে। সেক্ষেত্রে আমাদের সফলতা নির্ভর করছে গ্রাহক সেবা, পোর্টফোলিওর মান, ব্যবসা পরিচালনা, পরিচালন দক্ষতা বৃদ্ধির ওপর। আর আইডিএলসি এসব ফরমেটে অবস্থান শক্তিশালী করছে। এতে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে।

তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৪ পয়সা।

শেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর, ১৭) ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা।
এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ৩২ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির মোট শেয়ারের ৫৮ দশমিক ৬৬ শতাংশ রয়েছে পরিচালকদের হাতে। বাকি শেয়ারের ১৬ দশমিক ৯২ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ১১ দশমিক ৩৩ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ১৩ দশমিক ০৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

আজকের বাজার:এলকে/এলকে ১৭ অক্টোবর ২০১৭