পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ডের সভা আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অডিবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭