আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি বিষয় শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন ও ব্যাখ্যা প্রদানের জন্য আর্নিংস কল ডেকেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জনসম্মুখে পর্যালোচনা করা হবে।
আইডিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত অর্থাৎ তৃতীয় প্রান্তিকের পর্ষদ সভা করবে আগামী ১৪ অক্টোবর। আর এর পরের দিন অর্থাৎ আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টায় কোম্পানির কর্পোরেট অফিস, গুলশান-১ এ কোম্পানির আর্থিক প্রতিবেদন উপস্থাপন করবে।
কোম্পানি ওইদিন তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি ব্যাখ্যা-বিশ্লেষণ করবে। এজন্য আগ্রহী স্টেকহোল্ডারদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় ৪-৫টি কোম্পানি আর্নিংস কল করে যাচ্ছে। এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশন, গ্রামীণফোন, ব্রাক ব্যাংক ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড আর্নিংস কল আয়োজন করছে।