আইডিএলসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ক্রেডিট  পরির্তন হয়েছে। কোম্পানিটি ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’ পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটির রেটিং সম্পন্ন করেছে। এতে কোম্পানিটির ক্রেডিট রেটিং দীর্ঘ সময়ে ‘এএএ’ এবং স্বল্প সময়ে ‘এসটি-১’ হয়েছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং করেছে ইসিআরএল)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি। এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৩ টাকা ৪১ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১ টাকা ৪৬ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৮৭ পয়সায়।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় আইডিএলসি। ২০১৬ সালে কোম্পানিটির ইপিএস হয় ৭ টাকা ৮ পয়সা। ২০১৫ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় আইডিএলসি ফাইন্যান্স।

রাসেল/