আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি লটারি ১৩ ডিসেম্বর

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য উন্মুক্ত লটারি আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত লটারি চলবে। ফলাফল ঘোষণা করা হবে বিকেলেই। আজ বুধবার আবেদনপত্র বাছাই শেষে লটারির তারিখ ঘোষণা করা হয়।
জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুদের অনলাইন আবেদন শুরু হয়ে ২৫ নভেম্বর শেষ হয়। প্রতিষ্ঠানটির মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখায় প্রথম শ্রেণির বাংলা ভার্ষণে মোট ৬০০টি আসন রয়েছে। এছাড়া মতিঝিল ও বনশ্রীর প্রভাতী শাখায় ইংলিশ ভার্ষণ চালু রয়েছে। এ দুটি শাখায় ‘ইংলিশ ভার্ষণে’ প্রথম শ্রেণিতে মোট ৫৭০টি আসন রয়েছে। আগামী ১০ ডিসেম্বর ইংলিশ ভার্ষণে ভর্তিচ্ছুদের প্রাথমিক বাছাইয়ের তালিকা প্রকাশ করা হবে।
লটারির বিষয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, আগামী ১৩ নভেম্বর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি লটারি আয়োজন করা হবে। একই দিনে সকল শাখার লটারি অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা করা হবে বিকেলেই।
তিনি আরো বলেন, লটারি আয়োজনে উপস্থিত থাকতে গত ৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) সরকারি প্রতিনিধি চাওয়া হয়েছে। সরকারি প্রতিনিধির উপস্থিতিতে উন্মুক্তভাবে মতিঝিল ক্যাম্পাসে সকল শাখার লটারি অনুষ্ঠিত হবে।
এদিকে প্রতিষ্ঠানটির ৩টি শাখায় দ্বিতীয় শ্রেণি ও তৃতীয় শ্রেণিতে প্রায় ৫০০টি শুন্য আসন রয়েছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে এসব শুণ্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ দুই শ্রেণীতে ভর্তির জন্যও ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর এবং তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজকের বাজার: আরএম/ সালি, ০৬ ডিসেম্বর ২০১৭