বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৪ জুন) বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
চলতি বছর ৮ হাজার ১৩০ জন শিক্ষানবীশ আইনজীবী পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। এছাড়া থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের অপেক্ষায় ২০৮ জন পরীক্ষার্থীর ফল ঘোষণা স্থগিত রয়েছে।
এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী। গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার প্রায় আট মাস পর এর ফল প্রকাশ করা হলো।
গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয়। ওই দিন রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ৩২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
রাসেল/