পবিত্র ঈদুল ফিতর বৈসাবি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে জেলার হোটেল, মোটেল, বাস, সিএনজি, ট্যুরিষ্ট বোট সমিতির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ।
জেলা ট্যুরিষ্ট পুলিশ সুপার মো. মহিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। (বাসস)