আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার, ২২ জানুয়ারি ৩টার দিকে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
আজকের বাজার/এমএইচ