জীবদ্দশাতেই কিংবদন্তী হয়ে উঠেছিলেন হকিং।ঘটনাচক্রে তাঁর মৃত্যুর সঙ্গে জুড়ে রইল বিজ্ঞানের আরও এক কিংবদন্তী পদার্থবিদের নাম।যে দিন মারা গেলেন হকিং, সেই ১৪ মার্চ অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন।
উল্লেখ্য,৮ জানুয়ারি হকিং এর জম্মদিন।আবার এই ৮ জানুয়ারিতেই মারাযান গ্যালিলিও ।
আজকের বাজার/আরজেড