আইনের প্রয়োগ না থাকায় আসছে না ব্লু -চিপ কোম্পানি

আইন আছে। তবে তার পূর্ণ প্রয়োগ না থাকায় দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি আসছে না। তাই স্থানীয় মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি বাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকদের আরও যত্নশীল হতে হবে।

বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শিল্পকলা মিলনায়তনে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ও সুরক্ষা’ বিষয়ক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।

সেমিনারে প্যানেল আলোচনায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে যে আইন রয়েছে; তার পূর্ণ পরিপালন করা হয় না।

আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, আইনে বলা আছে, ৩০ কোটি টাকার বেশি পরিশোধিত মূলধন হলে ওই কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত হতে হবে। কিন্তু বাস্তবচিত্রে তা দেখা যায়। অনেক কোম্পানির পরিশোধিত মূলত ৩০ কোটি টাকা পার হলেও তারা বাজারে আসছে।

তিনি বলেন, পুঁজিবাজারের প্রবৃদ্ধি বাড়াতে হলে তাই এ ধরণের কোম্পানিকে বাজারে আনতে হবে। এক্ষেত্রে আইনের পূর্ণ প্রয়োগ করতে হবে।

মোহাম্মদ মুসা বলেন, মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার কিনতে চাইলে আপনাকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে। কোম্পানির গুণগতমান না বাড়লে সেই কোম্পানির শেয়ার কিনে মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য ঝুঁকির পরিমাণ বিবেচনা না করে শেয়ার কেনা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এমএ রহমান। তিনি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ও সুরক্ষা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এসময় তিনি বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক অবস্থা, প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগকারীদের অবস্থাসহ আগামীর পুঁজিবাজার নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।

তার প্রবন্ধের ওপর ভিত্তি করে বক্তব্য রাখেন ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল হক খান। তিনি বলেন, যেসব কোম্পানি বাজারে আসলে প্রবৃদ্ধি বাড়বে; সে রকম কোম্পানি আসছে কম।

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নতির জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দ্বায়িত্ব নিতে হবে। কারণ বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারকে ভালোবাসে না। তারা যে দেশে রিটার্ন বেশি পায় সেই দেশেই তাদের বিনিয়োগ স্থানান্তর করে।

এসময় অর্থ মন্ত্রণালয়ের যগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদ, বিএসইসির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ, ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭