আইনের শাসন প্রতিষ্ঠা : তলানিতে বাংলাদেশ

এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। এ তালিকায় বাংলাদেশের পরে রয়েছে শুধু পাকিস্তান ও কম্বোডিয়া।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড জাস্টিস প্রোজেক্টের (ডব্লিওজেপি) প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

১ লাখ ১০ হাজার সাধারণ মানুষ ও তিন হাজার বিশেষজ্ঞের মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি।

১১৩টি দেশের ওপর জরিপ চালিয়ে করা এই প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১০২-এ। পেছনে থাকা পাকিস্তানের অবস্থান ১০৫ ও কম্বোডিয়ার ১১২-তে। তালিকায় ভারতের অবস্থান ৬২-তম।

ডব্লিওজেপি’র ভাষ্যমতে, মৌলবাদের উত্থানের পরিপ্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠায় পিছিয়ে যাচ্ছে ভারত। এছাড়া থাইল্যান্ড আছে ৭১ ও চীন আছে ৭৪-তম অবস্থানে আছে।

অন্যদিকে এশিয়ায় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জবাবদিহিতা রয়েছে সিঙ্গাপুরে। তাদের বৈশ্বিক অবস্থান ১৩-তম।

এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠায় এশিয়ায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জাপান (১৪-তম) ও দক্ষিণ কোরিয়া (২০-তম)।

আরএম/