আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ২২ আগস্ট মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আইন সচিবের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, শ ম রেজাউল করিম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।
আদালতের আদেশ ঘোষণার পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, এ চুক্তিভিত্তিক নিয়োগ আইন অনুযায়ী যথাযথ হয়নি। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের প্রেক্ষিতে আদালত রুল জারি করে। রুলের শুনানিতে আজ ৩ মাসের জন্য নিয়োগ স্থগিত করা হয়েছে। আবু সালেহ শেখ মো: জহিরুল হককে গত ৬ আগস্ট অবসরোত্তর ছুটি বাতিল করে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়, যা পরদিন থেকে কার্যকর হয়। এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান রিট করেন।
আজকের বাজার: এমএম/ ২২ আগস্ট ২০১৭