ফুটবলের বাইরে নিজের অন্য প্রিয় খেলা হিসেবে সবসময়ই ক্রিকেটের কথাই উল্লেখ করেছেন ইংলিশ ফুটবল অধিনায়ক হ্যারি কেন। ব্যস্ত ফুটবল মৌসুমের মাঝে টটেনহ্যাম হটস্পারের সতীর্থদের সাথে কেনের সখের ক্রিকেট খেলার ভিডিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারকা এই স্ট্রাইকার এবার ভারতীয় প্রিমিয়ার লিগে নিজের প্রিয় দলের নাম উল্লেখ করেছেন, দলটি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুই হবে তা সহজেই অনুমেয় ছিল।
কেন সবসময়ই আইপিএল দেখেন বেশ মনোযোগ দিয়ে। ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির সাথে বন্ধুত্বও রয়েছে। দুজনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে একে অন্যকে শুভকামনা জানিয়ে পোস্টও করেন। সে হিসেবে আরসিবির প্রতি আলাদা একটি টান অনুভব করেন কেন।
স্টার স্পোর্টসের সাথে এক সাক্ষাতকারে কেন সে কথাই বলেছেন, ‘আইপিএল’এ আমার দল হলো আরসিবি। বেশ কয়েকবার আমার সাথে কোহলির দেখা হয়েছে, আমরা বেশ ভাল বন্ধু।
এবারের দলে সে বেশ কিছু ভাল খেলোয়াড় অন্তর্ভূক্ত করেছে। এবারের মৌসুমে আরসিবির শুরুটাও ভাল হয়েছে। আইপিএল’এ বেশ কিছু ভাল দল রয়েছে। সত্যি কথা বলতে কি আমি তাদের সব খেলাই দেখি তবে বিশেষভাবে আশা করছি আরসিবি ভাল কিছু করবে।’
ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে কেন বলেন, ‘আমি ক্রিকেট খেলাটা উপভোগ করি। একসময় ক্রিকেট খেলতাম। বছর দেড়েক টানা খেলেছি। এখনো সপ্তাহে দু’এক দিন মজা করে ক্রিকেট খেলি। আইপিএলও দারুণ উপভোগ করি। বিরাটের খেলা সবসময়ই ভাল লাগে, সে অসাধারন একজন ক্রিকেটার। তার মধ্যে কোন অহঙ্কার নেই।’ খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান