আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল)কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে খেলবেন না সাকিব আল হাসান। আইপিএল ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। এ সময়ে বাংলাদেশ দল শ্রীলংকা সফর করবে। সফরে টেস্টর সাথে ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। একই সময় আইপিএল ও জাতীয় দলের খেলা পড়ে যাওয়ায়, আইপিএলকে বেছে নিলেন সাকিব। অর্থাৎ, আইপিএল খেলার জন্য জাতীয় দলের হয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না সাকিব।
আইপিএল খেলার জন্য শ্রীলংকার বিপক্ষে সিরিজে ছুটি চেয়ে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে।
সাকিব টেস্ট খেলতে না চাইলে বিসিবি কোন বাঁধা দিবে না বলে জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘সাকিব টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে চান। সে টেস্ট খেলতে চাইছেন না। আইপিএলে খেলার জন্য সে ছুটি চেয়েছে। ইতোমধ্যে আমাদের একটি চিঠি দিয়েছে সে। যদি কেউ দেশের হয়ে টেস্ট খেলতে না চায়, তাহলে কাউকে জোর করবে না বোর্ড।’
করোনা ইস্যুতে এর আগে দু’বার বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ স্থগিত হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের সময়সীমা বাড়ানোয় এপ্রিলে সিরিজটি আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়। এখনো সিরিজের সূচি চূূড়ান্ত হয়নি, তবে ইতোমধ্যে সাকিবের ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামী ১১ এপ্রিল থেকে আইপিএল শুরু হবার কথা রয়েছে।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও, ওয়ানডেতে খেলার ইচ্ছা বিসিবিকে জানিয়েছেন সাকিব। আইপিএল খেলতে আগামী ১৯ মে পর্যন্ত খেলোয়াড়দের উন্মুক্ত রাখছে বিসিবি।
আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলবেন না সাকিব। তৃতীয়বারের মত বাবা হতে বেশ আগেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
এদিকে, গতকাল হওয়া আইপিএলের ১৪তম আসরের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে আবারো দলে নিয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
সাকিবের সাথে আইপিএলের নিলামে বিক্রি হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। ১ কোটি রুপিতে ফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তাই মুস্তাফিজকেও ছুটি দেয়ার মানসিক প্রস্তুতি রেখেছে বোর্ড।
আকরাম বলেন, ‘অন্যদেরও ছুটি দিবে বোর্ড। মুস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেয়া হবে। বোর্ডের সিদ্বান্ত, কেউ খেলতে না চাইলে, জোর করে কাউকে খেলানো হবে না।’
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিষয়ে বিসিবির নিয়ম ছিলো, বছরে দু’টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন খেলোয়াড়রা।