আইপিএলের পর্দা উঠছে আজ

পর্দা উঠছে ফ্রাঞ্ছাইজিভিত্তিক সবচেয়ে বড় ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। আজ শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমকালে অনুষ্ঠানের মধ্য দিয়ে এগারতম এ আসরটির উদ্বোধন করা হবে।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

এবারের আসরেও ৮ টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশের ২ জন ক্রিকেটার এবার আইপিএলে খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছেদ ঘটিয়ে সাকিব আল হাসান খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। আগের আসরে এই হায়দ্রাবাদেই খেলেছিলেন মোস্তাফিজুর রহমান।

সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামি ৯ এপ্রিল (সোমবার) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়বে।

এস/