আইসিসির নিষেধাজ্ঞার কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে। হায়দরাবাদ তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা থেকে বাংলাদেশি এ অলরাউন্ডারকে বাদ দিয়েছে।
আসন্ন আইপিএলকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় হায়দরাবাদ তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। মূলত আইপিএলের নিয়ম অনুযায়ী গত আসরে খেলা ক্রিকেটারদের রিটেইন করতে পারবে দলগুলো। হায়দরাবাদ তাদের রিটেইন তালিকায় গত আসরে এ দলের হয়ে খেলা ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী ও রশিদ খানসহ ১৭জন ক্রিকেটারকে রেখেছে। তবে ১৭ জনের তালিকায় নাম নেই তাদের দলের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের।
তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সে প্রস্তাবে সাড়া না দিলেও এ তথ্য আইসিসিকে জানাননি তিনি। আর তাতেই আইসিসি সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। তবে শর্ত সাপেক্ষে সাকিবের এক বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি।
হায়দরাবাদের রিটেইন ক্রিকেটারদের তালিকায় রয়েছেন- ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রশিদ খান, মোহাম্মদ নবী, অভিষেক, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবাস্তব, ভুবেনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, শাহবাজ নাদিম, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, নতারঞ্জান।
আজকের বাজার/আরিফ