বিশ্বজুড়েই এখন চলছে টি-২০ ক্রিকেটের আধিপত্য । তার মধ্যে নিজ নিজ দেশের ঘরোয়া ফ্রেঞ্চাইজি টি-২০ আসরগুলো এখন দেশের গণ্ডি ছাড়িয়ে সমান জনপ্রিয় সারা ক্রিকেট বিশ্বে। তবে অন্য সব আসরের চেয়ে জনপ্রিয়তা আর গ্ল্যামারে ভারতের আইপিএল অনেকটাই এগিয়ে এতে কোন সন্দেহ নেই । এই আসর নিয়ে মানুষের আগ্রহেরও শেষ নেই।
আগামী ২০১৮ সালে অনুষ্ঠিত হবে আইপিএলের একাদশ আসর । আপাতত ৪ এপ্রিল থেকে ৩১ মে অবধি আসরের আয়োজনের তারিখ ঠিক থাকলেও এটা পরিবর্তন হতে পারে ।
এদিকে আগামী আইপিএলে আসছে বেশ পরিবর্তন । আসন্ন আইপিএলের আট দলকে এবার নতুন করে বেশির ভাগ খেলোয়াড় কিনতে হবে নিলামে। প্রথমে আগের সব খেলোয়াড় ছেড়ে দেবার কথা বলা হলেও পরে সিদ্ধান্ত হয় তিনজন করে খেলোয়াড় রাখার ।
তবে বুধবার আইপিএলের আয়োজক কমিটি নতুন সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটা দল তাদের আগেরবারের স্কোয়াডের পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। ফ্রাঞ্চাইজিদের দাবির মুখেই আয়োজক কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে ।
এই পাঁচজনের মধ্যে আবার সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড় ধরে রাখতে পারবে তারা। আগের বিদেশী রাখা যাবে সর্বোচ্চ দুইজন। অর্থাৎ নিলামের আগে গতবারের দলের মোট পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে পারবে ফ্রেঞ্চাইজিরা। আপিএলের আয়োজক কমিটির প্রধান রাজিব শুক্লা এমনটাই জানিয়েছেণ বুধবার।
আজকের বাজার: সালি / ০৭ ডিসেম্বর ২০১৭