আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল সানরাইজার্স হায়দারবাদের পাচঁ উইকেটে জয়ের নায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান।
বোলিং তোপে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের ধরাশায়ী করেছেন তিনি সুনিপুণভাবেই।দারুণ দুটি ক্যাচ তুলে কলকাতার রানের চাকার গতি শ্লথ করেছেন। ব্যাট হাতে ২১ বলে ২৭ রানের ইনিংস খেলে সানরাইজার্সের বিপর্যয়ের মুখেও হাল ধরেছেন। বলা যায়, সাকিবের বদৌলতে কোনোরকম প্রতিরোধের মুখোমুখি না হয়েই কলকাতার বিপক্ষে জয় পায় সানরাইজার্স।
পুরো ম্যাচের কৃতিত্বস্বরুপ ম্যাচসেরা সাকিব হওয়ার কথা থাকলেও, ম্যাচসেরা পুরস্কারের জন্য অস্ট্রেলিয়ান তারকা বিনি স্ট্যানলেকের নাম ঘোষণা করা হয়েছে।কিসের ভিক্তিতে সাকিবকে বাদ দিয়ে স্ট্যানলেককে নির্বাচিত করা হলো তা ভেবে অবাক হয়েছেন সাকিব ভক্তসহ সাধারন দর্শকরা।
আজকের বাজার/আরজেড/রাজিবী