আইপিএলে সাকিবের হায়দারবাদকে হারিয়ে শিরোপা জিতলো চেন্নাই সুপার কিংস। হায়দারবাদের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় চেন্নাই।
আরও একবার বড় ইনিংস খেলার সুযোগ হারালেন সাকিব। তার শুরুটা ছিল দারুণ। মুখোমুখি হওয়া প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে হাঁকিয়েছিলেন চার। বাঁহাতি স্পিনারের পরের ওভারে ছক্কার পর হাঁকান বাউন্ডারি।
শুরুতে ঝড়ের আভাস দিলেও বেশিদূর যেতে পারেননি সাকিব। ১৫ বলে ২৩ রান করে ফিরেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
টস হেরে ব্যাট করতে নামা হায়দরাবাদ কেন উইলিয়ামসন (৩৬ বলে ৪৭) ও ইউসুফ পাঠানের (২৫ বলে ৪৫*) ব্যাটে ৬ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে।
রান তাড়ায় চেন্নাইয়ের শুরুটা ছিল শান্ত। মুখোমুখি হওয়া একাদশ বলে শেন ওয়াটসন খুলেন রানের খাতা। সন্দীপ শর্মাকে বাউন্ডারি হাঁকিয়ে রানের দেখা পাওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি এই ওপেনারকে।
ওয়াটসনের বিস্ফোরক ব্যাটিংয়ে উড়ে যায় হায়দরাবাদের শক্তিশালী বোলিং আক্রমণ। সাকিব নিজের একমাত্র ওভারে ১৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ভুবনেশ্বর কুমার ও রশিদ খান ছাড়া আর কেউ বোলিংয়ে খুব একটা ভালো করেননি।
৫৭ বলে ৮ ছক্কা আর ১১ চারে ১১৭ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওয়াটসন। সুরেশ রায়না করেন ৩২ রান।
হায়দরাবাদের হয়ে নিজের প্রথম আসরে সাকিব ২১.৭২ গড়ে করেন ২৩৯ রান। সেরা ৩৫, স্ট্রাইক রেট ১২১.৩১। বাঁহাতি স্পিনে ৩২.৫৭ গড়ে নেন ১৪ উইকেট। সেরা ২/১৮, ওভার প্রতি খরচ ৮ করে।
আরজেড/