টানা তিন ম্যাচ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উইকেটের দেখা পেলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতরাতে আসরের ৩২তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে ২৮ রানে ১ উইকেট নেন দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজ। ম্যাচটি ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে দিল্লি।
পাঞ্জাব ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে আক্রমনে আসেন মুস্তাফিজ। তৃতীয় ডেলিভারিতে পাঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে শিকার করেন ফিজ। আউট হওয়র আগে ৪টি চারে ১৫ বলে ২৪ রান করেন আগারওয়াল। নিজের প্রথম ওভারে আগারওয়ালকে শিকার করে ১১ রান দিয়েছিলেন তিনি।
এরপর দ্বিতীয় থেকে চতুর্থ ওভার পর্যন্ত যথাক্রমে- ৬, ৭ ও ৪ রান দেন মুস্তাফিজ। এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। তবে পরের তিন ম্যাচে ২৬, ২১ ও ৪৮ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন তিনি। সবগুলো ম্যাচেই ৪ ওভার করে বোলিং করেছেন ফিজ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান