ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। রবিবার রাতে মুস্তাফিজের দুবাই যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তাকে একদিন অপেক্ষা করতে হয়।
বায়োবাবলের মধ্যেও কয়েকজন খেলোয়াড় ও কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চলতি বছরের ৪ মে আইপিএল স্থগিত করা হয়। মুস্তাফিজুর রহমানের পাশাপাশি সাকিব আল হাসানও আইপিএলে অংশ নিচ্ছেন। স্থগিতের পর মুস্তাফিজ এবং সাকিব দুজনেই বিশেষ বিমানে দেশে ফিরেন।
এ বছরের আইপিএলে মুস্তাফিজুর এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন এবং ২০ রানে সেরা তিন উইকেটসহ মোট আটটি উইকেট শিকার করেছেন। মুস্তাফিজুরের দল রাজস্থান রয়্যালস সাত ম্যাচে তিনটি জয় নিয়ে টুর্নামেন্টের পঞ্চম স্থানে রয়েছে। আট ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
অপর বাংলাদেশি তারকা সাকিব এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তিনি এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুই উইকেট এবং ৩৮ রান করেছেন। কলকাতার শেষ চার ম্যাচে সাকিব খেলার সুযোগ পাননি। সাত ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে নাইট রাইডার্স। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান