শেষ হয়েছে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। কলকাতায় অনুষ্ঠিত এ নিলাম থেকে আইপিএলের আট দল ৬২ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৯।
এবারের নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছেন প্যাট কামিন্স। এ ক্রিকেটারকে ১৫ কোটি লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া নাথান কোল্টার নাইলকে ৮ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান, ইয়োন মরগানকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে কলকাতা, হেটমায়ারকে দিল্লী ক্যাপিটালস ৭ কোটি ৭৫ লাখ রুপিতে, ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরু, গ্লেন ম্যাক্সওয়েলকে ১০ কোটি ৭৫ লাখ ও শেলডন কটরেলকে ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাব, পিযুস চাওলাকে ৬ কোটি ৭৫ লাখ ও স্যাম কারানকে ৫ কোটি ৫০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছে।
দেখে নেওয়া যাক আইপিএলের নিলাম শেষে কে কোন দলে-
কলকাতা নাইট রাইডার্স: ইয়োন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ), রাহুল ত্রিপাথি (৬০ লাখ), বরুন চক্রবর্তী (৪ কোটি), এম সিদ্ধার্ত (২০ লাখ), ক্রিস গ্রিন (২০ লাখ), টম ব্যান্টন (১ কোটি), প্রাভীন থাম্বে (২০ লাখ), নিখিল নায়েক (২০ লাখ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), ক্রিস মরিস (১০ কোটি), জশুয়া ফিলিপ্পে (২০ লাখ), কেন রিচার্ডসন (৪ কোটি), প্রাভান দেশপান্ডে (২০ লাখ), ডেল স্টেইন (২ কোটি), শাহবাজ আহমাদ (২০ লাখ), ইসুরু উদানা (৫০ লাখ)।
রাজস্থান র্যায়েলস: রবিন উথাপ্পা (৩ কোটি), জয়দেব উনাদকাট (৩ কোটি), জাসভি জয়সাল (২ কোটি ৪০ লাখ), আনুজ রাওয়াত (৮০ লাখ), আকাশ সিং (২০ লাখ), কার্তিক তিয়াগি (১ কোটি ৩০ লাখ), ডেভিড মিলার (৭৫ লাখ), ওশানে থমাস (৫০ লাখ), আনিরুধা জোশি (২০ লাখ), অ্যান্ড্রু টাই (১ কোটি), টম কুরান (১ কোটি)।
চেন্নাই সুপার কিংস: স্যাম কারান (৫ কোটি ৫০ লাখ), পিযুস চাওলা (৬ কোটি ৭৫ লাখ), জস হ্যাজেলউড (২ কোটি), সাই কিশোর (২০ লাখ)।
মুম্বাই ইন্ডিয়ান্স: ক্রিস লিন (২ কোটি), নাথান কোল্টার নাইল (৮ কোটি), সৌরভ তিওয়ারি (৫০ লাখ), মহসিন খান (২০ লাখ), বিজয় দেশমুখ (২০ লাখ), রাই সিং (২০ লাখ)।
দিল্লি ক্যাপিটালস: জ্যাসন রয় (১ কোটি ৫০ লাখ), ক্রিস ওকস (১ কোটি ৫০ লাখ), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪০ লাখ), শিমরন হেটমায়ার (৭ কোটি ৭৫ লাখ), মোহিত শর্মা (৫০ লাখ), তুষার দেশপান্ডে (২০ লাখ), মার্কাস স্টইনিস (৪ কোটি ৮০ লাখ), ললিত যাদব (২০ লাখ)।
কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেলডন কটরেল (৮ কোটি ৫০ লাখ), দীপক হুদা (৫০ লাখ), ইশান পোরেল (২০ লাখ), রবি বিষনু (২ কোটি), জিমি নিশাম (৫০ লাখ), ক্রিস জর্ডান (৩ কোটি), তাজিন্দার ধিলন (২০ লাখ), প্রাভিশিমরান সিং (৫৫ লাখ)।
সানরাইজেস হায়দরাবাদ: বিরাট সিং (১ কোটি ৯০ লাখ), প্রিয়াম গ্রাগ (১ কোটি ৯০ লাখ), মিচেল মার্শ (২ কোটি), সন্দীপ বাভানাকা (২০ লাখ), ফ্যাবিয়ান অ্যালেন (৫০ লাখ), আবদুল সাদাম (২০ লাখ), সঞ্জয় যাদব (২০ লাখ)।
আজকের বাজার/আরিফ