আইপিএল শুরু হচ্ছে মার্চের শেষে

আইপিএল শুরু হচ্ছে সম্ভবত ২৯ মার্চ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কারা মাঠে নামবে তা এখনও ঠিক হয়নি৷

তবে ২০২০ আইপিলএল-এর সূচি এখনও প্রকাশ করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল৷ তবে দিল্লি ক্যাপিটলাসের এক আধিকারিক সংবাদ সংস্থা আইএনএস-কে জানান,‘২০২০ আইপিএল শুরু হবে ২৯ মার্চ৷ উদ্বোধনী ম্যাচ হবে ওয়াংখেড়েয় খেলবে মুম্বই ইন্ডিয়ান্স৷’ মার্চের শেষে আইপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রথম দিকে মিস করবে ফ্র্যাঞ্চাইজিরা৷

কারণ এই সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া৷ এই সিরিজের শেষ ম্যাচ ২৯ মার্চ৷ সুতরাং প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডর জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কম ফ্র্যাঞ্চাইজি গুলির৷ এই সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড৷ ফলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের টেস্ট দলের ক্রিকেটারদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি৷ কারণ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হচ্ছে ৩১ মার্চ৷

ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি চেয়েছেন ২০২০ আইপিএল শুরু হোক এপ্রিলে৷ এ নিয়ে তারা আইপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধও করেছে৷ ফ্র্যাঞ্চাইজিগুলি চায় আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ শুরু হোক ১ এপ্রিল৷ ১৯ ডিসেম্বর, কলকাতায় আইপিএল নিলামে অজি পেসার প্যাট কামিন্সকে রেকর্ড দামে কেনে কলকাতা নাইটরাইডার্স৷

নিলামে কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কেনে কেকেআর৷ বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি হলেন কামিন্স৷ গত বছর নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন বেন স্টোকস৷ সাড়ে ১৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস৷

আজকের বাজার/আরিফ