আইপিওতে আসতে আমান সিমেন্টের চুক্তি সই

পুঁজিবাজারে আসতে চুক্তি সই করেছে দেশের অন্যতম শিল্প গ্রুপ আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান সিমেন্ট লিমিটেড। ২৪ সেপ্টেম্বর রোববার আমান সিমেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে এই চুক্তি হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে সই করেন আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রহমান।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক,আমান সিমেন্টের পরিচালক রবিউল হক,তরিকুল ইসলাম, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা মোক্তার হোসেন,আইসিবি ক্যাপিটালের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো: ফজলুল হক এবং আবু ডালিম মোহাম্মদ ফজলুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাজার: এলকে / এলকে ২৪ সেপ্টেম্বর ২০১৭