বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে ‘রুটস ইনভেস্টম্যান্ট লিমিটেড’ ও ‘আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড’ এর সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিস চুক্তি সই করেছে ‘স্টার সিরামিকস লিমিটেড’।
গতকাল ৩১ জুলাই সোমবার স্টার সিরামিকস লিমিটেডের কর্পোরেট অফিসে এই চুক্তি সই হয়। স্টার সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ.কে. আনোয়ারুজ্জামান; রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সারোয়ার হোসেন এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে স্টার সিরামিকস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুয়াল্লিমুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা অজয় কুমার (সি.এ) প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার: এলকে/এলকে ১ আগষ্ট ২০১৭