প্রাথমিক গণপ্রস্তাব (IPO) এবং তালিকাভুক্তির জন্য নতুন প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন – বিএসইসির ৬৯৩তম সভায় এই সিদ্ধান্ত নেয়।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,প্রাথমিক গণপ্রস্তাব (IPO) এবং তালিকাভুক্ত ব্যতীত অন্য সকল কোম্পানি ইক্যুইটি শেয়ারের মাধ্যমে মূলধনের ইস্যুর ক্ষেত্রে কমিশনের কোন সম্মতি গ্রহণের বাধ্যবাধকতা থেকে ইতোপূর্বে অব্যাহতি দেয়া হয়েছে। এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। এবং পূর্বে জারিকৃত ৯টি প্রজ্ঞাপন/ আদেশ বাতিল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কমিশনের Order No-SEC/CFD/2001/Admin/02-03, dated:04 October,2001 এর কার্যকারিতা না থাকার ফলে আজকের সভায় এ আদেশটিও বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, নতুন প্রজ্ঞাপন ইস্যুর পাশাপাশি পূর্বে জারিকৃত ৯টি প্রজ্ঞাপন/আদেশ বাতিল করেছে কমিশন।
আজকের বাজার/মিথিল