পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ভালো কোম্পানি আনতে যৌথভাবে কাজ করতে একমত হয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদ। নব নির্বাচিত কমিটির সঙ্গে প্রথম বৈঠকে এই আলোচনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিএ’র সভাপতি আহমেদ রশিদ লালী। তিনি জানান, মঙ্গলবার ডিএসই কার্যালয়ে ডিএসই পর্ষদ ও ডিবিএ কাউন্সিলরদের মধ্যে এমন আলোচনা হয়েছে।
ডিবিএ সভাপতি বলেন, আজকের সভায় বাজারের উন্নয়নের বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আমরা কিছু লিখিত প্রস্তাবও ডিএসই পর্ষদকে দিয়েছি। ডিএসই বাজারের উন্নয়নে সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এসব প্রস্তাবের মধ্যে রয়েছে- বিনিয়োগকারীদের সতর্কতার জন্য প্রশিক্ষণ কর্মশালা, সেরা ২০ ব্রোকাজের হাউজ ও সেরা ২০ কোম্পানিকে সম্মাননা দেওয়া, ওয়েব পেইজ করা, একটি রিসার্চ সেন্টার করা।
সুত্র: অর্থসূচক