আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। মঙ্গলবার বিএসইসির ৬৯২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বন্ড ইস্যু করার প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। প্রতিটি ৫ হাজার টাকা ইস্যু মূল্যের ২ লক্ষ নন কনভার্টেবল, ফুল্লি রেডিমেবল, কুপন বেয়ারিং বন্ড ছাড়বে প্রতিষ্ঠানটি। এই আইপিও এর মাধ্যমে শতভাগ সরকারী মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানীটি ১০০ কোটি টাকা তহবিল সংগ্রহ করে ভূমি উন্নয়নন ও সিভিল ওয়ার্র্ক, প্রাথমিক জ্বালানী, যানবাহন ক্রয় প্রকৌশলী ও পরামর্শক সেবা, চলতি মূলধন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
উল্লেখ্য, কোম্পানীটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি, ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ব্রাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। এছাড়াও ট্রাস্টি হিসেবে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আজকের বাজার/মিথিলা