প্রাথমিক গণ প্রস্তাব বা আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমতি পেল কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম সভায় আজ এই অনুমোদন দেয়া হয়।
আরও জানা যায়, প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি ।আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ বাবদ ব্যয় করা হবে।
প্রতিষ্ঠানটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রকৃত সম্পদ মূল্য বা এনএভি হয়েছে ১২ টাকা ৬ পয়সা। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে ২ টাকা ৬০ পয়সা।
আজকের বাজার/ মিথিলা