আইপিডিসির এজিএম ও ইজিএমের ভেন্যু নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু নির্ধারণ করেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ও ইজিএম আগামী ২৫ মার্চ সকাল ৯টা ও সাড়ে ৯টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্ট্রার, হাউজ#১৯, রোড# ৭, গুলশান-১ এ অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে আইপিডিসি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আরএম/