আইপিডিসির সিইও মমিনুল ইসলাম

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসির  ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম। তৃতীয়বারের মতো তিনি এ দায়িত্ব পেয়েছেন।  সম্প্রতি, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এই পদে আবারো মনোনীত করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পর্ষদের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকও তা অনুমোদন করেছে। মমিনুল ইসলাম ২০১২ সাল থেকে আইপিডিসিতে দুই দফায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালে হেড অব অপারেশন্স হিসেবে আইপিডিসিতে যোগদান করেছিলেন। এর আগে তিনি অ্যামেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এ সাত বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের প্রথম প্রাইভেট আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পূর্বে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড নামে কার্যক্রম চালায়।

আইপিডিসির বর্তমান শেয়ারহোল্ডার প্রতিষ্ঠানসমূহ হচ্ছে- বিশ্বের শীর্ষ এনজিও ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, আরএসএ ক্যাপিটাল লিমিটেড, আগাখান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮