দ্বিতীয় দিনের মতো ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অ্যাসেম্বলির কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে রবিবার সকাল ১০টায় স্টিয়ারিং কমিটির বৈঠক দিয়ে আইপিইউ অ্যাসেম্বলির দিনের কার্যসূচি শুরু হয়। সভায় আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরীসহ স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
এরপর ইয়ং পার্লামেন্টারিয়ান্স, গভর্নিং কাউন্সিলসহ বিভিন্ন উপ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার সন্ধা থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, সেক্রেটারি মার্টিন চুনগুং, আইপিইউ-ভুক্ত বিভিন্ন দেশের স্পিকার, সংসদ সদস্য, কূটনৈতিক কোরের সদস্য ও ডেলিগেটসরা উপস্থিত ছিলেন।
১৩২টি দেশ থেকে আসা সাতশোর বেশি এমপি ও পার্লামেন্ট স্পিকার অংশ নিয়েছেন আইপিইউ’র এই অ্যাসেম্বলিতে। রয়েছেন নানা সংস্থার প্রায় এক হাজারের মতো পর্যবেক্ষক। বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ এই সম্মেলনের আয়োজন করেছে। আগামী ৫ এপ্রিল আন্তর্জাতিক এই সম্মেলন সমাপ্ত হবে।