ফুটবলের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। এবছর এই পুরস্কার ঘোষণা করা হবে ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাউয়ারে। আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বও, এই পুরস্কার ঘোষণা করবে ফ্রান্স ফুটবল।
বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে, স্থানীয় সময় ৭টা ৪৫ এবং গ্রিনিচ সময় ৬টা ৪৫ এ অনুষ্ঠিত হবে জমকালো এই ইভেন্টটি। অনুষ্ঠানটি সম্প্রচার করবে ফ্রান্সের টেলিভিশন চ্যানেল লে’কুপ। ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করবে ফ্রান্স, টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেভিড গিনোলার।
২০১৭ ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ছয় ভাগে মোট ৩০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ফ্রান্স ফুটবল।
২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে চালু ছিল। তবে ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেওয়া শুরু করে।
আজকের বাজার: সালি / ০৭ ডিসেম্বর ২০১৭