যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল প্রতিনিয়তই তাদের আইফোন, আইপ্যাডসহ তাদের বিভিন্ন পণ্যে অত্যাধুনিক সব ফিচার নিয়ে হাজির হচ্ছে। নিজস্ব ধাঁচে এগিয়ে চলা এই প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরেই ওয়্যারলেস প্রযুক্তির চার্জার এবং এয়ারফোনের দিকে ঝুকছে। আর এবার তাদের পরবর্তী সকল হ্যান্ডসেটে ওয়্যারলেস চার্জিং সুবিধা নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল।
অ্যাপলের এক বিশ্লেষক মিং চি কুয়ো এর মতে, ২০২১ সালের শুরু থেকেই অ্যাপলের ফোনে আর চার্জিং পোর্ট থাকছেনা। সবগুলো সংস্করনই তখন ওয়্যারলেস চার্জিং এর আওতায় চলবে। ফার্স্ট চার্জিং এসব ওয়্যারলেস চার্জার নিয়ে ইতিমধ্যেই অ্যাপলের গবেষকরা কাজ শুরু করেছেন।
তবে, পূর্ব ঘোষিত আইফোনগুলো বাজারে আসছে ২০২০ সাল নাগাদ যেগুলোতে থাকবে ইউএসবি সি টাইপ চার্জিং পোর্ট।
আজকের বাজার/লুৎফর রহমান