ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক কর্মশালা ২৫ নভেম্বর ২০২০, বুধবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইবিটিআরএ এর ডাইরেক্টর জেনারেল এস. এম. রবিউল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন আইবিটিআরএ এর ডাইরেক্টর (রিসার্চ) ড. মোঃ মিজানুর রহমান। দিনব্যাপী এ কর্মশালায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।