আইভরিকোস্টের নির্বাচনে ক্ষমতাসীন জোট জয়ী

আইভরিকোস্টের ক্ষমতাসীন জোট দেশটির প্রথম সিনেট নির্বাচনে শনিবার বিপুল ভোটে জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিরোধী দল এ নির্বাচন বর্জন করে। খবর এএফপি’র।

নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এএফপি জানায়, র‌্যালি অব হোপোউয়েটিস্টস ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস (আরএইচডিপি) জোট ৬৬টি আসনের মধ্যে ৫০টিতে জয়লাভ করেছে।

জানা গেছে, এখন প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারা আরো ৩৩ জন সিনেটরকে নিয়োগ দিবেন।

উল্লেখ্য, দেশটিতে গণভোটের পর ২০১৬ সালে নতুন সংবিধানের আওতায় সিনেট গঠিত হয়।

এমআর/