আইভরিকোস্টের উত্তর পূর্বাঞ্চলে বুরকিনা ফাসোর সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণে অন্তত দুই সেনা সদস্য ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
নিরাপত্তা সূত্র থেকে বলা হয়েছে, তাদের বহনকারী গাড়িটি একটি বিস্ফোরক ডিভাইসের সংস্পর্শে এলে এটি বিস্ফোরিত হয়। এতে আরো তিনজন আহত হয়।
জিহাদী হুমকি মোকাবেলায় আবিদজানের কাছে আইভরিকোস্ট ও ফ্রান্স একটি সন্ত্রাসবিরোধী একাডেমি চালু করে। এর দুদিনের মধ্যেই হামলার ঘটনাটি ঘটল।
নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এ অঞ্চলে জিহাদীদের রক্তক্ষয়ী তৎপরতা দক্ষিণের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।
পশ্চিম আফ্রিকান এ অঞ্চলে গত দুমাসে এটি চতুর্থ সন্ত্রাসী হামলা।