আইভরি কোস্টে ভয়াবহ এক বন্যায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা’র।
মঙ্গলবার (১৯ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সিদিকি দিয়াকাইট সাংবাদিকদের এসব তথ্য জানান।
আল জাজিরা’র খবরে বলা হয়, সোমবার রাতে দেশটির রাজধানী আবিদজানে কয়েকদিন ধরে টানা প্রবল বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে নিহত হয়েছেন ১৫ জন। অনেকের বাড়ি-ঘর বন্যার পানিতে ভেসে গেছে। বাস্ত্যুচুত হয়েছেন শত শত পরিবার।
এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত ১১৫ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। জরুরী সংস্থাগুলো মঙ্গলবার দিনব্যাপী উদ্ধার কাজ চালিয়েছে।
পুরো অঞ্চলজুড়ে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজকের বাজার/একেএ