আইল্যান্ড সিকিউরিটিজ ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিমিটেডের যৌথ উদ্যোগে বিনিয়োগ শিক্ষার উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭০ জন নতুন ও পুরাতন বিনিয়োগকারী অংশ নেন।
১৪ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গ্রাফের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের টেকনিক্যাল এনালাইসিস নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আইল্যান্ড সিকিউরিটিজের হেড অব কমপ্লাইন্স কাজী রাকিবুল হক।
বিনিয়োগকারীদের বিনিয়োগের পূর্বে প্রশিক্ষণ গ্রহণের কথা উল্লেখ করে নাহিদুল ইসলাম খাঁন বলেন, বাংলাদেশের বিনিয়োগের বিভিন্ন খাত যেমন- ব্যাংক, বিমা ও শেয়ারবাজার সম্পর্কে জানতে হবে।
শেয়ারবাজারে বিনিয়োগে বিনিয়োগকারীর করণীয় এবং কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে তা আলোচনা করেন তিনি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিনিয়োগ শিক্ষার লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো.মহিউদ্দিন বলেন, শেয়ারবাজারে মূল্যবান বিনিয়োগের জন্য অর্থ ব্যয় করে প্রশিক্ষণ গ্রহণ করলে বিনিয়োগ নিরাপদে থাকবে। প্রশিক্ষণ নিয়ে কোম্পানী সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজের সিনিয়র ম্যানেজার মো. আবু সাঈদ, চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ লিমিটেডের সহকারি জেনারেল ম্যানেজার আরিফ আহামেদ প্রমুখ।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭